বাবা মাওলানা কৃপা দান আমায় করনা
দয়ার ভিখারী আমি অন্য কিছু চাহিনা ॥
(বাবা) তুমি দয়ার অধিপতি, আমি তো ভিখারী জন
কৃপার আশে হীন দাসে, করিতেছি আরাধন
ভিক্ষুকেরে ভিক্ষা দানে, পুরাও মনের বাসনা ॥
রাজ্যের রাজন তুমি, ধন রত্নের অভাব নাই
যে যাহা চাই দিতে পার, দুকুলের বাদশা বানাই
মুশকিল কোশা নামটি তোমার, জগতে প্রচার আছে ॥
আগ বিনে জ্বালাইতে পার, জল বিনে নিভাইতে পার
রাখ মার যাহা কর, সবই তোমার মহিমা
রাখ মার যাহা কর, সবই তোমার মহিমা ॥
বাবা বলে কাঁদিতেছি, কোলে তুলে লওনা
অবুঝ সন্তান তোমার, বাবা বিনে জানি না
পিতা হয়ে সন্তানের, দুঃখ কেন বুঝনা ॥
সাহাপুরীর এই মিনতি, শুনেন বাবা মাওলানা
জীবনে মরণে যেন, আপনাকে ভুলিনা
কদম শরীফে যেন, হয় দাসের ঠিকানা ॥