খুলে দাও শান্তির দুয়ার
কাছে বসে থাক তুমি সর্বদা আমার ॥
করাঘাতে হাতে বেদনা প্রচুর ডেকে ডেকে বুকে বেজে গেছে সুর
নিশি ভোর ভোর হায়রে চিত্তচোর,বড়ই কঠোর অন্তর তোমার ॥
সুখ-শয্যা মাঝে, শুয়ে আছ তুমি, অন্ধকারে দ্বারে দ্বারে ভ্রমিতেছি আমি
আশা দিয়ে টেনে দ্বারের কাছে এনে, দুর্ব্বলের সনে একি ব্যবহার ॥
ধরা দিবে বলে, প্রাণে দিয়ে আশা, ঘর ছাড়াইয়া চুপি চুপি হাসা
হায়রে ভালবাসা, কুল-ধৰ্ম্মনাশা, গাছতলা বাসা করিলি এবার।।
তবু যদি দয়া হইত তোমার, খুলে দিতে তুমি চির রুদ্ধদ্বার
জনমের ধার, জীবনের ভার, ভুলে যেত মনো বিপত্তি অপার ॥