জীবন যেদিন বিশ্ব থেকে

জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে,সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে। অন্ধকার কবরে যখন লাগবে না ভালো,তখন আমি পাই যেন দয়াল মদিনার আলো,যার লাগিয়া রাত জাগিয়া কাঁদি দুই নয়নে ॥ অসহায়ের সহায় তুমি ওগো মদিনাওয়ালা,তোমারী নূর দিয়ে হৃদয় কর উজ্বালা,মরতে পারি যেন আমি আপনারী কদমে ॥ মৃত্যুর সময় হবে যখন আমার […]

জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে,
সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে।

অন্ধকার কবরে যখন লাগবে না ভালো,
তখন আমি পাই যেন দয়াল মদিনার আলো,
যার লাগিয়া রাত জাগিয়া কাঁদি দুই নয়নে ॥

অসহায়ের সহায় তুমি ওগো মদিনাওয়ালা,
তোমারী নূর দিয়ে হৃদয় কর উজ্বালা,
মরতে পারি যেন আমি আপনারী কদমে ॥

মৃত্যুর সময় হবে যখন আমার অসীম যন্ত্রণা,
সেই যন্ত্রণায় দেখা দেবেন হে শাহে মদীনা,
আশা পূরণ কর আমার কঠিন মরণে ॥

2 Comments

  1. শেষের লাইনটি হবে,,,
    দাও আলো দাও আমার মনে সারাটি জীবনে

    1. দুঃখিত জনাব, বই সমূহের তথ্য মোতাবেক কালাম টি লিখা হয়েছে। উপযুক্ত তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন ।

      – ধন্যবাদ
      Amiry Official

Comments are closed.

জীবন যেদিন বিশ্ব থেকে