জনম গেল কাঁদিতে
পিরিতি বাড়ায়ে বন্ধু না মানে চিত্তে ।
আগে জানলে পরে,
এমন প্রেম আর করতাম না সই জগতে ৷
তুমি বন্ধু এত যে নিঠুর
তুমি আমি দুইয়ের মাঝে ভিন্ন কত দূর
তোমার রাঙ্গা পায়ের সোনার নুপুর
তাই মনে লয় দেখিতে ॥
তুমি বন্ধু আছ মথুরায়
আমি অভাগিনী কাঁদি পাগলিনী রায়
পাড়ার লোকে গাইয়া বেড়ায়
কলঙ্কিনী জগতে ॥
তুমি বন্ধু থাক সুখেতে
আমি অভাগিনী কাঁদি দেখুক জগতে
আমায় কাঁদাইলে কাঁদিতে হবে
রজ্জব কয় বিচার মতে ॥