ডাকি দয়াল তোরে রে

ডাকি দয়াল তোরে রে,(তুমি) দেখা দাও আসিয়ারে,কোন দিন হবে তোর সাথে মিলন, আশায় গেলরে জীবন ॥ তুমি বিনে আমি একা, দায় হল মোর ঘরে থাকারেযায়নারে আর প্রাণ রাখা, একবার এসে দাওনা দেখাআমার মনের আশা কররে পূরণ ॥ রাস্তা ঘাটে খুঁজি তোরে, জিজ্ঞেস করি যারে তারে রে,দয়াল শহরে বন্দরে খুঁজি, তোরে প্রতি ঘরেরেখুঁজি না পাই তোমার […]

ডাকি দয়াল তোরে রে,(তুমি) দেখা দাও আসিয়ারে,
কোন দিন হবে তোর সাথে মিলন, আশায় গেলরে জীবন ॥

তুমি বিনে আমি একা, দায় হল মোর ঘরে থাকারে
যায়নারে আর প্রাণ রাখা, একবার এসে দাওনা দেখা
আমার মনের আশা কররে পূরণ ॥

রাস্তা ঘাটে খুঁজি তোরে, জিজ্ঞেস করি যারে তারে রে,
দয়াল শহরে বন্দরে খুঁজি, তোরে প্রতি ঘরেরে
খুঁজি না পাই তোমার দরশন ॥

কেঁদে কেঁদে আমি হইলাম সারা, আমার প্রাণ বাঁচে না তুমি ছাড়ারে,
এই কি তোমার প্রেমের ধারা, জ্বইলা পুইড়া হই আঙ্গেরারে
জল দিলেও হয়না নিবারণ ॥

রমিজ কয় এই ভব বাজারে, তুমি বিনে কে আছে আর রে
তুমি আমার আমি তোমার, কে আছে আর এই ভবেরে
তুমি ছাড়া কে বুঝবে বেদন ॥

লেখক: রমিজ ফকির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ডাকি দয়াল তোরে রে