আমি সরাবি চলেছি পন্থে

আমি সরাবি চলেছি পন্থে, সরে দাঁড়াওরে যত ছুফীগণ ।লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন ॥ তোদেরি তছবি তোদের মসল্লা, তোদের এবাদত তোদের ইল্লাল্লা।তোদেরি জন্য হবে মোবারক, আমি নিয়েছি শরাব যতন ॥ আমি চলেছি শরাব খানা, যারি নেশাতে জগৎ দিওয়ানা ।রুমি জিলানী মঈন চিস্তি, জোনায়েদ শিবলী হইল মগন ॥ তোমরা সুখে বেহেস্তে যাবে হুর […]

আমি সরাবি চলেছি পন্থে, সরে দাঁড়াওরে যত ছুফীগণ ।
লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন ॥

তোদেরি তছবি তোদের মসল্লা, তোদের এবাদত তোদের ইল্লাল্লা।
তোদেরি জন্য হবে মোবারক, আমি নিয়েছি শরাব যতন ॥

আমি চলেছি শরাব খানা, যারি নেশাতে জগৎ দিওয়ানা ।
রুমি জিলানী মঈন চিস্তি, জোনায়েদ শিবলী হইল মগন ॥

তোমরা সুখে বেহেস্তে যাবে হুর গেলমা কত কি পাবে ।
আমি বেচারা প্রেমেরি মরা, ঘুরে বেড়াব গহন কানন ॥

আমি বেচারা প্রেমেরি মরা, প্রেম সরাবে হই আত্মহারা ।
না করি পরওয়া তোদেরি ফতওয়া, নীতি বিধানের নিয়ম পালন ॥

রসেরী কথা রসিকে জানে, নপুংসকে তা কভু কি মানে ৷
এই কারণে মহাত্মা মনছুরেরে করিল তারা শূলীতে নিধন ॥

জনাব ছরমদ রসিক ছিল, রসেরি চলা তিনি চলিল ।
কানারা তাতে ফতওয়া দিল, বেবুঝারা তাই মারিল গর্দ্দান ॥

ছেড়ে করিম, এ’সব ঝগড়া, গিয়ে ভাণ্ডারে পাতিয়ে আখড়া।
জপিয়ে গাউসুল আযম জপনা, ভজ মওলারি যুগল চরণ ॥

লেখক: বজলুল করিম মন্দাকিনী

3 Comments

  1. এই ওয়েব সাইট খুঁজে পেয়ে খুবই আনন্দিত। এমন একটি ওয়েবসাইট তৈরী করার জন্য আপনাকে ধন্যবাদ।

  2. অসংখ্য ধন্যবাদ এমন একটি ওয়েবসাইট তৈরি করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমি সরাবি চলেছি পন্থে