আমি কি মরণকে ডরি।
আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাইজভাণ্ডারী ।।

জন্ম মৃত্যুর অধিন যারা তাদের জরুর হুশিয়ারি
যেই দেশে নাই জন্ম মরণ সেই দেশে মোর বসত বাড়ী।।

আজরাইল যাহার আমিও তার দুজন করি দুই চাকুরী।
আজরাইলে জান কবচ করে আমি করি তাবেদারি।।

মোরাকাবায় মোসায়েদায় পীর বরজক থাকলে ধরি।
রমেশ বলে আজরাইল এলে খুজে পায়না তার কোন বাড়ী।।

রচয়িতা: কবিয়াল রমেশ শীল

আমি কি মরণকে ডরি