আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও।
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা পড়েরে
আবেরনে ওয়ারী রে
কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিল, চোরে রে ॥
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে
কইয়ো দয়ালের ঠাই এ তরির ভরসা নাই
লাহুর দরিয়া দিতে পারি রে ॥
লেখক : বাউল সম্রাট