এই যে লাহুত সাগরে দেখ ছুটেছে জোয়ার।
বাবার নূরী চরণ তরী বিনে কিসে হবে পার।।
সেই দরিয়ার বাঁকে বাঁকে, ছয়জন ডাকাত নিত্য থাকে।
প্রথম বাঁকে যে থাকে সে ডাকাতের সর্দার।
সেই দরিয়ার এমনি ধারা, মায়া বলীর চরে যোরা,
উঠলে তরী যাবে মারা বহুত হুশিয়ার।।
হাহুতের বাত্তি ঠিক করে, ভক্তি ছুপান ধর জোরে,
ইল্লাল্লাহু জিকির ধরে হয়ে যাওরে পার।।
রমেশ বলে কর্ম ফেরে, ঠেকে রলেম মারা চরে,
নূরী চরণ আশা করে রয়েছি বাবার।।