কন্যা মনান্তরে শুনি এসব বিনয়।
বলিতে লাগিল তারে হৈয়ে সদয়।।
ধন অর্থ রত্নে যদি হৈলে অক্ষম।
অপারগ হও যদি করিতে সঙ্গম।।
তবে বিনা আপত্তিয়ে তুমি এক সাল।
চরাইতে ইচ্ছি লও শুকরের পাল।।
এক অব্দ গত হই যাবে যেইক্ষণ।
মনস্কাম পুরিবেক পাইবে দর্শন।।
প্রিয়সীর মুখে শুনি এমত কথন।
শুকর চরাণ সিদ্ধ করিল গ্রহণ।।
এই ভবে সাধু সিদ্ধ নহে একজন।
এমত শুকর করে সকলে পালন।।
সর্বদা থাকয়ে হৃদ বাসায়ে লুকিত।
পন্থেতে সঙ্গম সমে হয়ে প্রকাশিত।।
যেইজনে মারে নাই ঘরের শুকর।
না পাইবে সে কভু দরশন বর।।
কন্যা মনান্তরে শুনি এসব বিনয়
কন্যা মনান্তরে শুনি এসব বিনয়। বলিতে লাগিল তারে হৈয়ে সদয়।। ধন অর্থ রত্নে যদি হৈলে অক্ষম। অপারগ হও যদি করিতে সঙ্গম।। তবে বিনা আপত্তিয়ে তুমি এক সাল। চরাইতে ইচ্ছি লও শুকরের পাল।। এক অব্দ গত হই যাবে যেইক্ষণ। মনস্কাম পুরিবেক পাইবে দর্শন।। প্রিয়সীর মুখে শুনি এমত কথন। শুকর চরাণ সিদ্ধ করিল গ্রহণ।। এই ভবে সাধু […]