নামাজী শুদ্ধ নামাজ পড়

নামাজী, শুদ্ধ নামাজ পড়! যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’।। ‘আকিমুচ্ছালাতের’ মর্ম, বুঝিয়ে কর খোদার কর্ম, নইলে পরে আছে ভারী ‘ওয়াইল দোজখের’ ডর।। হুজুরি দেল নাই যার, হয় না নামাজ তার, ফর্মালেন হযরত নবী দ্বীন-পয়গম্বর।। প্রকৃত নামাজী যারা, আপন ভাবে মগ্ন তারা, নিজের নামাজ হচ্ছে কিনা ভয়েতে কাতর।। আপন ভাবে আপে মরে, কেবা পড়ে, কে […]

নামাজী, শুদ্ধ নামাজ পড়!
যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’।।

‘আকিমুচ্ছালাতের’ মর্ম,
বুঝিয়ে কর খোদার কর্ম,
নইলে পরে আছে ভারী ‘ওয়াইল দোজখের’ ডর।।

হুজুরি দেল নাই যার,
হয় না নামাজ তার,
ফর্মালেন হযরত নবী দ্বীন-পয়গম্বর।।

প্রকৃত নামাজী যারা,
আপন ভাবে মগ্ন তারা,
নিজের নামাজ হচ্ছে কিনা ভয়েতে কাতর।।

আপন ভাবে আপে মরে,
কেবা পড়ে, কে না-পড়ে,
সেই কথা ভাবিতে তার কোথা অবসর।।

কেহ তো নামাজ পড়ে,
সেই নামাজের গর্বে মরে,
পররে করয়ে হিংসা তাদের জন্য ডর।।

শুনরে নামাজী বড়,
সত্য গুরু তালাশ কর,
পরের চিন্তা ছেড়ে দিয়ে নিজের চিন্তা কর।।

ষড়রিপু বিনাশিতে,
হুজুরী দেল বানাইতে,
করিম, শ্রীগুরু মাইজভাণ্ডারীর চরণ ধর।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

নামাজী শুদ্ধ নামাজ পড়