হায় কিরূপ দেখিনু সখী ঐ যমুনা পাড়ে।
যেন শশী করে হাসি ঝমকি ঝমকি মেঘেরাঁড়ে।।
কখন রাস্তায় বসি, আঁড়ে আঁড়ে বাজায় বাঁশি।
করি মোরে তাঁর উদাসী ভ্রমায় নগর বাজারে।।
অন্বেষণ করি তাঁরে, ফিরি এ দ্বারে ঐ দ্বারে।
ধরি ধরি লাগে মনে কিন্তু ধরা দেনা কারে।।
হায় মকবুলের কাল গেল, রজনী প্রভাত হৈল।
আসন করহ এবে হৃদ সিংহাসন পরে।।