রক্ত লালে লাল হইল

রক্ত লালে লাল হইল কারবালার ময়দান,শহীদ হল ইমাম হুসাইন, নবীর জানের জান। ইয়াজিদ সেনা শিমর এসে হুসাইনের বুকে বসে,ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে নাই আর প্রাণ ॥ দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে,পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ ॥ শত তীরের আঘাত খাইয়া কাঁদে হুসাইন মা বলিয়া,নানা তুমি আছো কোথায়, বাঁচে […]

রক্ত লালে লাল হইল কারবালার ময়দান,
শহীদ হল ইমাম হুসাইন, নবীর জানের জান।

ইয়াজিদ সেনা শিমর এসে হুসাইনের বুকে বসে,
ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে নাই আর প্রাণ ॥

দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে,
পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ ॥

শত তীরের আঘাত খাইয়া কাঁদে হুসাইন মা বলিয়া,
নানা তুমি আছো কোথায়, বাঁচে না আর প্রাণ ॥

মা ফাতেমার নয়নমণি, কারবালাতে শহীদ যিনি,
শির কাটিয়া নে’ গো আমার, ওহে নানাজান।

হুসাইনের পাগল যারা, এই মাহফিলে আসে তারা,
মাফ করিয়ে দাও গো খোদা, তুমি মেহেরবান।

লেখক : তোফাজ্জল হোসাইন ভৈরবী

error:

রক্ত লালে লাল হইল