মা ফাতেমার কান্দন সীমার

মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতেকান্দে মা ফাতেমা হোসাইন হারা শোকে তে ॥ কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইলসেদিন হতে এজিদের দল ইমান হারা হইল,নবীর প্রাণ হোসাইনের গলায় সীমার চুরি চালাইল ॥ পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায়নিষ্ঠুর বেদ্বীন হামলা চালায় নবী বংশের কাফেলায়,এমন নিষ্ঠুরের কাজ দেখি নাই আর চোখেতে ॥ যখন সীমার […]

মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে
কান্দে মা ফাতেমা হোসাইন হারা শোকে তে ॥

কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল
সেদিন হতে এজিদের দল ইমান হারা হইল,
নবীর প্রাণ হোসাইনের গলায় সীমার চুরি চালাইল ॥

পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায়
নিষ্ঠুর বেদ্বীন হামলা চালায় নবী বংশের কাফেলায়,
এমন নিষ্ঠুরের কাজ দেখি নাই আর চোখেতে ॥

যখন সীমার চালায় চুরি হোসাইনেরি গলায়
মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়,
তখন ব্যথার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে ॥

নবী বলে রক্তের বদলা নিব পর পারে
উম্মত গনকে করব পার ময়দানে হাশরে,
বলে মাসুদ হাসান টকন এমন প্রেমিক নাইরে জগতে ॥

লেখক: মাসুদ হাসান টকন

মা ফাতেমার কান্দন সীমার