প্রাণ জ্বলে কোকিল হারাই

প্রাণ জ্বলে কোকিল হারাই, ঘুম গেলে রজনী না ফুরাই। অবিরত জ্বলে চিত্ত শান্তি নাই বন্ধুয়ার লাই।। যাইবো কারো ঠাঁই রে আমি, বাজারে ন-বেচিলে যৌবন বেচা তো ন-যায়। রসের যৌবন বশে রাখি, দিন কাটায় বন্ধের আশায়।। পন্থ দূরান্তর রে অ-মন, ভাবেতে বুঝিলাম বন্ধুর মন বড় নিঠুর। হাসি মুখে প্রেম করিয়া না জানি জলে ভাসায়।। খাইরুজ্জামা গায় […]

প্রাণ জ্বলে কোকিল হারাই,
ঘুম গেলে রজনী না ফুরাই।
অবিরত জ্বলে চিত্ত শান্তি নাই বন্ধুয়ার লাই।।

যাইবো কারো ঠাঁই রে আমি,
বাজারে ন-বেচিলে যৌবন বেচা তো ন-যায়।
রসের যৌবন বশে রাখি, দিন কাটায় বন্ধের আশায়।।

পন্থ দূরান্তর রে অ-মন,
ভাবেতে বুঝিলাম বন্ধুর মন বড় নিঠুর।
হাসি মুখে প্রেম করিয়া না জানি জলে ভাসায়।।

খাইরুজ্জামা গায় রে হীন,
পইরাছি কলঙ্কের মালা তুই বন্ধের আশায়।
প্রাণ ত্যাজিব কাটারী খাইয়া তুমি হইবা প্রেমের দায়।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

প্রাণ জ্বলে কোকিল হারাই