প্রেম খেলা এস্কের মামেলা

প্রেম খেলা এস্কের মামলা সবে জানে নাএস্ক ছাড়া আল্লার দিদার কখন মিলে না ।। প্রেমিক ছিল রাসুলাল্লাহ খোদার সনে করেন খেলাউম্মত কে ত্বরানে ওয়ালা পাকে রব্বানা ।। প্রেমিক ছিল ইব্রাহিম নবী ইসমাইল কে কুরবানী দিলিকুরবানী নয় কুরবানী নয় প্রেমের বাহানা ।। প্রেমিক ছিল মূসা নবী তুর পাহাড়ে গেল চলিনূরের তেজে পাহাড় জ্বলে মূসা জ্বলে না […]

প্রেম খেলা এস্কের মামলা সবে জানে না
এস্ক ছাড়া আল্লার দিদার কখন মিলে না ।।

প্রেমিক ছিল রাসুলাল্লাহ খোদার সনে করেন খেলা
উম্মত কে ত্বরানে ওয়ালা পাকে রব্বানা ।।

প্রেমিক ছিল ইব্রাহিম নবী ইসমাইল কে কুরবানী দিলি
কুরবানী নয় কুরবানী নয় প্রেমের বাহানা ।।

প্রেমিক ছিল মূসা নবী তুর পাহাড়ে গেল চলি
নূরের তেজে পাহাড় জ্বলে মূসা জ্বলে না ।।

প্রেমিক ছিল উয়াইস করনি নবীর দান্দান শহীদ শুনি
বত্রিশ দান্দান শহীদ করলেন এস্কে আপনা ।।

প্রেম খেলা এস্কের মামেলা