এই অকূলে আকুল না হলে কি কূল পায়।
অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়।।
অকূল নদী পার করিতে এল বাবা ভাণ্ডারী,
অকূলে কূল দিতে নাইরে এমন দয়াল কাণ্ডারী,
অকূলে প্রাণে নিশীদিনে ডাকে তারে সর্বদায়।।
এ ভব সাগরে দেখি মহা বিপদ সঙ্কুল,
হাঙ্গর কুম্ভীর রুপে আছে কাম ক্রোধ রিপু কুল,
ভাণ্ডারী হলে অনুকূল অকূলে কূল তাঁর কৃপায়।।
রমেশ বলে কূল পাইতে বুঝি আমার ভাগ্যে নাই,
অকূলে কূল কিসে পাব আকুল হতে পারি নাই,
কেবল বাবাজানের দিয়ে দোয়াই বসে আছি তার আশায়।।