শুন বন্ধুগণ নিশি যোগে

শুন বন্ধুগণ নিশি যোগে থাকিও চেতন। নিশিতে জাগিলে পাবে মাওলা ধনের দরশন। দুনিয়াদার রাত্রি বলে কর্ম বন্ধ আঁধারে। আশেকির হয় তখন দিবা দমে দমে কাজ সারে, নিদ্রাতে আয়ু ক্ষয় কহে সাধু সত্য এবচন। নিশীতে সাধনা করে হুর পরী ফেরেস্তায়, নবিগণে নবুয়তি সকলে নিশীতে পায়, নিশীকে দিবা দেখে সাধু ফকির দরবেশগণ। দিনেতে দুনিয়াদারী পারিবারের কাজ চালাও, […]

শুন বন্ধুগণ নিশি যোগে থাকিও চেতন।
নিশিতে জাগিলে পাবে মাওলা ধনের দরশন।

দুনিয়াদার রাত্রি বলে কর্ম বন্ধ আঁধারে।
আশেকির হয় তখন দিবা দমে দমে কাজ সারে,
নিদ্রাতে আয়ু ক্ষয় কহে সাধু সত্য এবচন।

নিশীতে সাধনা করে হুর পরী ফেরেস্তায়,
নবিগণে নবুয়তি সকলে নিশীতে পায়,
নিশীকে দিবা দেখে সাধু ফকির দরবেশগণ।

দিনেতে দুনিয়াদারী পারিবারের কাজ চালাও,
নিশীতে তিন ঘন্টা সময় মাবুদের খেদমতে যাও,
হুশিয়ার ঘর চুরী হয়না নিশীতে মিলিবে ধন।

রমেশ কয় দিন গত হয় মিছা দুনিয়াদারী।
দিনের বেলা ফোরশেদ নাই মোর ঘুমে থাকি রাত ভরী,
দয়া করলে মাইজভাণ্ডারী তবে হব জাগরণ।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

শুন বন্ধুগণ নিশি যোগে