মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল

মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল।গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল ।। দেখাইয়ে চরণ ঠার হরি নিল মন আমার ।মন আশে কেঁদে কেঁদে এ নব যৌবন গেল ।। কাল হইল এই সার, প্রেমের অনল তাঁর।কাকনুছ পক্ষীর মত, দহিয়া জ্বলিতে হল।। দীন হাদী প্রেমানলে কান্ত ভাবে না দহিলে ।দুই কুলের মাঝে জান, তোমার প্রেমের […]

মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল।
গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল ।।

দেখাইয়ে চরণ ঠার হরি নিল মন আমার ।
মন আশে কেঁদে কেঁদে এ নব যৌবন গেল ।।

কাল হইল এই সার, প্রেমের অনল তাঁর।
কাকনুছ পক্ষীর মত, দহিয়া জ্বলিতে হল।।

দীন হাদী প্রেমানলে কান্ত ভাবে না দহিলে ।
দুই কুলের মাঝে জান, তোমার প্রেমের কলঙ্ক হইল ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল