প্রাণে আর সহেনা

প্রাণে আর সহেনা তাড়না দিওনাহইয়াছি তাপের তাপিনী,তোমার কারণে ফিরি বনে বনেসেতার বাজায়ে যোগিনী । নিশিতে গোপনে আসিয়ে স্বপনে,অধরে অধরে মিশাইয়া মোরে,করিয়ে চুম্বন লুটিতে যৌবন,কেন মুই হেরিলাম পাপিনী ।। ধরিতে চরণ লুকায়ে বদন,একেলা শয্যাতে ত্যাজিলা মোরে,বিচ্ছেদের আগুণ, বাড়িল দ্বিগুণ,কি হালে কাটিব যামিনী ।। বাঁশরী বিহনে, বন্ধুয়া বিহনেবিলাপি কেঁদেছি যমুনার পাড়ে,এস প্রাণের ধন দাও দরশন,অকুলে ভাসিছে কামিনী […]

প্রাণে আর সহেনা তাড়না দিওনা
হইয়াছি তাপের তাপিনী,
তোমার কারণে ফিরি বনে বনে
সেতার বাজায়ে যোগিনী ।

নিশিতে গোপনে আসিয়ে স্বপনে,
অধরে অধরে মিশাইয়া মোরে,
করিয়ে চুম্বন লুটিতে যৌবন,
কেন মুই হেরিলাম পাপিনী ।।

ধরিতে চরণ লুকায়ে বদন,
একেলা শয্যাতে ত্যাজিলা মোরে,
বিচ্ছেদের আগুণ, বাড়িল দ্বিগুণ,
কি হালে কাটিব যামিনী ।।

বাঁশরী বিহনে, বন্ধুয়া বিহনে
বিলাপি কেঁদেছি যমুনার পাড়ে,
এস প্রাণের ধন দাও দরশন,
অকুলে ভাসিছে কামিনী ॥

কহে হাদী দাস, না হইও নৈরাশ,
সততভাবে রাখিবা যাঁরে,
সদয় হইবে ব্যকতে মিলিবে,
শুনহে প্রেমের ভাবিনী ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

প্রাণে আর সহেনা