ফুটেছে ফুটেছে মোর

ফুটেছে ফুটেছে মোর গোলাবের কলি।সুসৌরভে প্রেমভাবে ডাকিছে অলি ।। এসো এসো অলিগণ, রব কর গুন গুন।মধু খেও মন মত ভেঙ্গ না ডালি ।। অলি পুস্প ভিন্ন নয়, দু’জন যদি সুজন হয়।নানা ভাবে করে খেলি দু’জনে মিলি ।। সুজনে সুজনে মজি, প্রেমেতে সংসার ত্যাজি।অলি পুস্প এক হৈয়ে করয়ে খেলি ।। মকবুলের পুস্পাসনে, প্রেম অলি মাওলা ধনে।দান […]

ফুটেছে ফুটেছে মোর গোলাবের কলি।
সুসৌরভে প্রেমভাবে ডাকিছে অলি ।।

এসো এসো অলিগণ, রব কর গুন গুন।
মধু খেও মন মত ভেঙ্গ না ডালি ।।

অলি পুস্প ভিন্ন নয়, দু’জন যদি সুজন হয়।
নানা ভাবে করে খেলি দু’জনে মিলি ।।

সুজনে সুজনে মজি, প্রেমেতে সংসার ত্যাজি।
অলি পুস্প এক হৈয়ে করয়ে খেলি ।।

মকবুলের পুস্পাসনে, প্রেম অলি মাওলা ধনে।
দান কৈরাছে প্রেমে মজাই কলঙ্কের ডালি ।।

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

ফুটেছে ফুটেছে মোর