পাপী তরাইতে আইলো তরী আমিরভান্ডারে

পাপী তরাইতে আইলো তরী আমির ভাণ্ডারে ॥ তরীর নাম আমিরুজ্জমা শুন যত বন্ধুগণ, সে তরীতে একমন বিনে তুলে নারে দুই মন,

পাপী তরাইতে আইলো তরী আমির ভাণ্ডারে,
পাপী তরাইতে আইলো তরী আমির ভাণ্ডারে ॥

তরীর নাম আমিরুজ্জমা শুন যত বন্ধুগণ
সে তরীতে একমন বিনে তুলে নারে দুই মন,
এক মন বিনে দুই মন উঠলে দেয় তারে পা ছায়াতে ॥

কালাসোনার নামটি লইয়া জঙ্গলে হাঁটিয়া যায়
সাপে ছুঁয় না বাঘে খায় না ঐ নামে দুশমন পালায়
গুরু বিনে এই জগতে কে আছে আর তরাইতে ॥

অধীনে গোলামে বলে যত সব ভাই বোনেরে
সেই তরীতে না উঠিয়া কেন রইলি ঘুমেতে
তাড়াতাড়ি যাওনা চলি কালসোনার তরীতে ॥

error:

পাপী তরাইতে আইলো তরী আমিরভান্ডারে