এমন ও মজার নাস্তা কোন বাজারে পাই
নিত্য নতুন নাস্তা আশেক কোন বাজারে পাই
নাস্তার নাম মহাজন জগত গুরু আমির ধন
কতজনে হইল পাগল এই নাস্তার লাই (ঐ)
মুখুত লইলে ছাড়ি নইদ্দুম যদি পরাণ যায়
বুড়া বুড়ি খাইলে নাস্তা জোয়ান হইয়া যায় (ঐ)
নাস্তার নাম অমৃত সুদা যত খাই তত খুদা
যত চাইবে তত খাবে আরজু না মিঠাই (ঐ)
দাস রহিমুল্লাহ্ বলে আমির ধনের চরন তলে
রহিমুল্লাহ হইল পাগল এই নাস্তার লাই (ঐ)