দয়াল ভাণ্ডারী তোরে চিনতে

দয়াল ভাণ্ডারী তোরে চিনতে পারে কে?তিলেক মাত্র চিনতে পারে তোমার প্রেমিকে । বিদ্যা বুদ্ধি শক্তির জোরে, কে তোরে চিনিতে পারে।পর্দার আড়ালে তুমি রইয়াছ ফাঁকে ॥ যে হইয়াছে তোর পেয়ারা, দেখে তোরে জগৎ জোড়া,লাইছাকা মিছলি সাই জবানে ফুঁকে ॥ রসিক ভ্রমরা গণে, নাচ করে তোর প্রেম বাগানে,না বুঝিয়া নিন্দা করে অধম লোকে ॥ সপ্ত ভুমণ্ডলের মাঝে, […]

দয়াল ভাণ্ডারী তোরে চিনতে পারে কে?
তিলেক মাত্র চিনতে পারে তোমার প্রেমিকে ।

বিদ্যা বুদ্ধি শক্তির জোরে, কে তোরে চিনিতে পারে।
পর্দার আড়ালে তুমি রইয়াছ ফাঁকে ॥

যে হইয়াছে তোর পেয়ারা, দেখে তোরে জগৎ জোড়া,
লাইছাকা মিছলি সাই জবানে ফুঁকে ॥

রসিক ভ্রমরা গণে, নাচ করে তোর প্রেম বাগানে,
না বুঝিয়া নিন্দা করে অধম লোকে ॥

সপ্ত ভুমণ্ডলের মাঝে, তোমার জয়ধ্বনি বাজে,
নর-নারী সেবা করে লাখে লাখে ॥

পশু পক্ষী বৃক্ষ ডালে, দিবানিশি কৌতুহলে,
তোমার প্রেমের মালা জপে ঝাকে ঝাকে ॥

জীব জন্তু জল স্থলে, তোমার প্রেমানলে জ্বলে,
মানব কুলের নর-নারী নিদ্রা যায় সুখে ॥

কিন্তু যত প্রেমিকগণ, আউলিয়া আবদালগণ,
দিবানিশি ভক্তি ভাবে তোমারে ডাকে ॥

লতিফে তোমার আশে, কলঙ্ক সাগরে ভাসে,
সমাদরে লওনা তুলে বুকে বুকে ॥

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

দয়াল ভাণ্ডারী তোরে চিনতে