চলরে মন মাল কিনিতে মাওলার বাজারে
মাওলার বাজারে মনুয়া মাইজভাণ্ডারে
সেই বাজারের বেচা কিনা, প্রেমিক বিনে কেও জানে না,
তাঁরা ঠিক করিয়ে ষোল আনা, মাল খরিদ করে ।।
ধনী আর দরিদ্র জন, মুর্খ আর পণ্ডিতগণ,
এক ওজনে হয় ওজন, সে প্রেমের বাজারে ।।
প্রেমের পাল্লা প্রেমের সিলে, আশেক মাশুক এক না হলে
রত্তি মাষা কম পড়িলে, ওজন না করে।।
রমেশ আজি পয়সা হারা, হল না তার বাজার করা,
উপবাসে যাবে মারা, ফিরে যায় ঘরে।।