কেন বুঝাইলে বুঝনা

কেন বুঝাইলে বুঝনা পাগলা মন,সদা কিসে দেহের মাঝে হইলা উচাটন। লাহুত নগরী সুখ, প্রেম ছলে দিয়ে ফুঁক,আনিলা নাছুত হাটে লাভের কারণ। কিসেতে মজিলা মন, কে তোরে দেখাইল ধন,সদা কেন অন্তরে মোর ঘোর বিচক্ষণ। ইঙ্গিতে বুঝিলাম মন মাইজভাণ্ডারী গাউছ ধন,উদাসী বানাইছে তোরে দেখাইয়ে চরণ। খাকের পিঞ্জরা ছাড়ি, মাইজভাণ্ডারে গেল উড়ি,কিসেতে বাঁচিবে বল এ ছার জীবন। যাওরে […]

কেন বুঝাইলে বুঝনা পাগলা মন,
সদা কিসে দেহের মাঝে হইলা উচাটন।

লাহুত নগরী সুখ, প্রেম ছলে দিয়ে ফুঁক,
আনিলা নাছুত হাটে লাভের কারণ।

কিসেতে মজিলা মন, কে তোরে দেখাইল ধন,
সদা কেন অন্তরে মোর ঘোর বিচক্ষণ।

ইঙ্গিতে বুঝিলাম মন মাইজভাণ্ডারী গাউছ ধন,
উদাসী বানাইছে তোরে দেখাইয়ে চরণ।

খাকের পিঞ্জরা ছাড়ি, মাইজভাণ্ডারে গেল উড়ি,
কিসেতে বাঁচিবে বল এ ছার জীবন।

যাওরে পাগলা মন, যথা তারে মহাজন,
বলিও হাদীরে সদা করিতে স্মরণ।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

কেন বুঝাইলে বুঝনা