আমার আমির ধন আশেকের পেয়ারা হামারা রে
পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে ॥
সোনালী বরণ শাহ আমির ধন
জীবনের জীবন (বাবা) অমূল্য রতন
খোদা-তালা নিজে হাতে, বানাইল পুতলা ॥
নেজামউদ্দিন কুতুবউদ্দিন
আর যত আছে আউলিয়াগণ
সব হতে আমির ধন সরদার হামারা ॥
আরব-আজম বাগদাদ, মিসির
আমির ধনের নামের পরে হইতাছে জিকির
গুরুধনের নামের পরে গলে দিয়ম মালা ॥