মাইজভান্ডারী কালামআমার মন চোরা যায় গো আমার মন চোরা যায় গো মন নিয়ে যায় ।এমন নিঠুর কালা ফিরিয়া না চায় ।। ছল করে ভোলা মন হরিয়ে নব যৌবন,বিজলী লহরে যেন গগনে পলায় ।। Amiry official42242022-04-302025-04-10amar mon chura jai go lyrics, amar mono chora jai go lyrics, amar mono cura jai go mono niya jai, amar mono sora jai go lyrics, amiri official, amiri official lyrics, amiry official, maizvandary kalam lyrics, Maizvandary song lyrics, আব্দুল হাদী, আমার মন চুরা যায় গো, আমার মন চোরা যায় গো মন নিয়ে যায়, আমার মন চোরা যায় গো মন নিয়ে যায় লিরিক্স, আমার মন চোরা যায় গো লিরিক্স, আমিরী অফিসিয়াল, জনপ্রিয় মাইজভাণ্ডারী গান, ভান্ডারী কালামের লিরক্সআমার মন চোরা যায় গো মন নিয়ে যায় ।এমন নিঠুর কালা ফিরিয়া না চায় ।।ছল করে ভোলা মন হরিয়ে নব যৌবন,বিজলী লহরে যেন গগনে পলায় ।।হৃদ কমল মধু ভরা, লুটিয়ে যৌবন চোরা,প্রেম সাগরে আঁখির নীরে হাদীরে ভাসায়।রচয়িতাঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী