আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী

আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী নূরে বদনী,দেখিলে নূরানী ছবি হরে প্রাণী । এমন মোহিনী ছবি, দেখতে লাগে অতি খুবী,অপরূপ রসূল নবী শাহে মদনী ॥ নানা ছুরত ধরে, ছারে আলম ছায়ের করে,খিজরী রূপে জারি করে এলমে লদুনী ॥ ধরিয়া আজমীরি শান, যারে তারে করে দান,নির্ধনীকে বানাইল লাখপতি ধনী ॥ পলকেতে চাহে যারে, কুতুব বানাইতে পারে,গাউসিয়তের ঝাণ্ডা উড়ায় […]

আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী নূরে বদনী,
দেখিলে নূরানী ছবি হরে প্রাণী ।

এমন মোহিনী ছবি, দেখতে লাগে অতি খুবী,
অপরূপ রসূল নবী শাহে মদনী ॥

নানা ছুরত ধরে, ছারে আলম ছায়ের করে,
খিজরী রূপে জারি করে এলমে লদুনী ॥

ধরিয়া আজমীরি শান, যারে তারে করে দান,
নির্ধনীকে বানাইল লাখপতি ধনী ॥

পলকেতে চাহে যারে, কুতুব বানাইতে পারে,
গাউসিয়তের ঝাণ্ডা উড়ায় যেমন জিলানী ॥

কেনে আলমগীরি শানে, বলে নিজ সিংহাসনে,
লতিফের রূপ যেন পায় অবমানী ॥

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী