সতত অধীন রঙ্গে

সতত অধীন রঙ্গে সতত স্বাধীন। প্রাণ সঙ্গী থেকে প্রিয়ে দেখায় আমা ভিন।। হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা। এই সব কিছু নহে বুঝিতে কঠিন।। প্রাণ প্রাণী হৃদমণি চক্ষের তারা। আপে মহাজন হই বুঝায় অন্তহীন।। শূন্য কি আঁকার কিবা ব্যক্তে গোপন। এ সব কিছুই নহে যদি পাও চিন।। মাওলানার পদাশ্রয়ে মকবুলে বলে। মান আরেফা বলে নবী […]

সতত অধীন রঙ্গে সতত স্বাধীন।
প্রাণ সঙ্গী থেকে প্রিয়ে দেখায় আমা ভিন।।

হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা।
এই সব কিছু নহে বুঝিতে কঠিন।।

প্রাণ প্রাণী হৃদমণি চক্ষের তারা।
আপে মহাজন হই বুঝায় অন্তহীন।।

শূন্য কি আঁকার কিবা ব্যক্তে গোপন।
এ সব কিছুই নহে যদি পাও চিন।।

মাওলানার পদাশ্রয়ে মকবুলে বলে।
মান আরেফা বলে নবী চিনন কঠিন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

সতত অধীন রঙ্গে