ব্রহ্মাণ্ড জুড়িয়া তুমি, তুমি পূর্ণ সনাতন।
তুমি বিনে ত্রিভুবনে দেখিনা আর অন্যজন।
তুমি কর্তা, তুমি কর্ম, তুমি ব্রহ্ম, তুমি সার।
তুমি নর, তুমি নারী, তুমি আলো, তুমি অন্ধকার।।
বারি তুমি, বায়ু তুমি, তেজ তুমি, ভূমি তুমি।
রাজ্য তুমি, রাজা তুমি, তুমি জীবেরি জীবন।।
বৃক্ষ তুমি, লতা তুমি, তুমি বট কালাকাল।
তুমি স্বর্গ তুমি মর্ত্ত, তুমি সে বট পাতাল।।
তুমি বৃদ্ধ, তুমি যুবা, তুমি রাত্র, তুমি দিবা।
তুমি দেবী, তুমি দেবা, তুমি চেতন, তুমি অচেতন।।
তুমি সাধন, তুমি ভজন, তুমি পাপ, তুমি পুণ্য।
নিন্দা তুমি, স্তুতি তুমি, তুমি ধন, তুমি দৈন্য।।
তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি যন্ত্রী, তুমি যন্ত্র।
তুমি উগ্র, তুমি শান্ত, তুমিময় নিখিল ভুবন।।
তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি শক্তি, তুমি প্রাণ।
মেধা তুমি, স্মৃতি তুমি, তুমি বুদ্ধি, তুমি জ্ঞান।।
দশ ইন্দ্রিয় বট তুমি, বিবেক বৈরাগ্য তুমি।
আমি তুমি, তুমি তুমি, রমেশ বলে একবচন।।