নূরানী নিশান দেখিও নূরানী নিশান,
শেষ জমানায় দেখা দিয়ে হরিলা পরাণ।।
শাহীন শাহ রূপ ধরি মাইজভাণ্ডারে আসন করি,
অন্ধকারে উদয় হইল পূর্ণ মাসির চাঁন।।
হিন্দু মুসলিম বৌদ্ধ জাতি, যে পাইল সেই নূরের জ্যোতি,
অন্ধকার হৃদের মাঝে হইল ফুল বাগান।।
জাতের বিচার নাহি করে, ত্বরাইয়া লয় সকলেরে,
মকসুদ হাসেল করে মুশকিল আচান।।
দেখাইয়া মোহন ছবি বাড়াইলে দ্বীনের খুবী,
লতিফে কয় যে চিনিল চায়না কুলমান।।