গুরু পরম ধন, গুরু বিনে অসার জীবন।।(ধুয়া)
গুরু পরাণের সারা, গুরু দু’নয়ন তারা,
গুরু বিনে অন্ধকার ত্রিলক্ষ ভুবন।
গুরু কিঙ্কর যেই, ত্রিজগৎ নাথ সেই,
গুরুর ভিখারী বটে জগৎ ভার্যন।।
গুরু হৃদয়ের মণি, প্রেমাকাশে দিনমণি,
গুরু বিনে প্রভু মর্ম না পায় কোন জন।
গুরু নিরাঞ্জন আর্শী, সদা সেইরূপ দর্শি,
ভবের ঘুর্ণিত চক্র সঙ্কটে তরণ।।
গুরুর যুগল পদে, মন প্রাণে অতি সাধে,
গুপ্ত ব্যক্ত যত ইতি কর সমর্পণ।
মকবুল অধীনে বলে, গুরুর পাদুপাতলে,
দু’কূল রাজত্ব এই সংক্ষিপ্ত বচন।।