এসো এসো প্রাণ নাথ

এসো এসো প্রাণ নাথ, বস হৃদ সিংহাসনে। তোমার জন্য সাজাইছি, ফুল শয্যা স্বযতনে।। নাই পরান্ন আশ্রয়, সাজাইছে গুপ্তালয়। খোলাখুলি দেখা দেও, কৃপা করি অন্য বিনে।। ঘরের বাহির হব, তোমা আগু বাড়ি লিব। নিজ নিজে মন মতে, দর্শিবে আপ আপনে।। মকবুল হৈব দূর মাত্র রব তব নূর। রূপ রঙ্গে প্রেম তরঙ্গে, খেলব নূর নূর সনে।। লেখক: […]

এসো এসো প্রাণ নাথ, বস হৃদ সিংহাসনে।
তোমার জন্য সাজাইছি, ফুল শয্যা স্বযতনে।।

নাই পরান্ন আশ্রয়, সাজাইছে গুপ্তালয়।
খোলাখুলি দেখা দেও, কৃপা করি অন্য বিনে।।

ঘরের বাহির হব, তোমা আগু বাড়ি লিব।
নিজ নিজে মন মতে, দর্শিবে আপ আপনে।।

মকবুল হৈব দূর মাত্র রব তব নূর।
রূপ রঙ্গে প্রেম তরঙ্গে, খেলব নূর নূর সনে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

এসো এসো প্রাণ নাথ