ভাণ্ডারী রহিম রহমান,
কে বুঝিতে পারে তোমার কুদরেতিরি শান ।
আরবে আহাম্মদ হলে, বোগদাদে বড়পীর হলে,
খাজা হয়ে প্রকাশিলে চিস্তিয়া খান্দান ।।
চট্টগ্রামে উদয় হলে চার তরিকা প্রকাশিলে,
মাইজভাণ্ডারে উড়াইলে নূরানী নিশান ।।
আদম খলিল ইছা মুছা, ইছুপ ইনূছ মুস্কীল কোশা,
করিয়া দেখালে দিশা কোরাণে প্রমাণ ।।
খাদেম হীন রমেশের উক্তি তোমার পদে যার নাই ভক্তি,
কোটি জন্মে নাই তার মুক্তি করি অনুমান।।