শুন ছুফিগণ হিংসা নিন্দা কর কি কারণ
অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মে নিরূপণ ।।
হিংসায় করে নিজের ক্ষতি হিংসাতে নাই কিছু ফল,
খলিলকে করিয়ে হিংসা নমরূদ গেল রসাতল,
পরেরে মারিতে গেলে শেষকালে নিজের মরণ ।।
ইউছুপ নবী মাতা পিতা ভ্রাতাগণের সজুদ পায়,
আদমকে সজিদা করে যত সকল ফেরেস্তায়,
পঞ্জজনে সজুদ করা কোরানে খোদার বচন ।।
যেই সেই ভাবে জিকির করতে আলেমরান ছুরাতে কয়,
বিবি আয়েশা গান করেছে মেসকাত শরীফ পরিচয়,
হযরত আলী হতে হল গান-বাদ্য সব ত্রিভুবন ।।
দিলের মালিক বটে খোদা অন্যে ত আর জানে না,
কানার হাতে আয়না দিলে কানায় আয়না দেখে না,
রমেশ বলে হিংসা নিন্দা এসব অসুরের লক্ষণ ।।