সহেনা সহেনা দুঃখ পরাণে

আমার বন্ধু যে এল না মনের দুঃখ গেল নাসহেনা সহেনা দুঃখ পরাণে। মনে করি আশা পাব ভালবাসা,প্রাণ সঁপিলাম তাঁরি চরণে।কুলেতে দিয়া কালি, মাথায় কলঙ্কের ডালিদু’হাতে তুলিয়া নিলাম বন্ধুর কারণে। মিমের ঘোমটা দিয়া বদন ঢাকিয়া,আসা যাওয়া করে বন্ধু গোপনেঅধরে মধুর হাসি, নাম ধরিয়া বাজায় বাঁশী,বিনা মূলে কিনা দাসী হইলাম চরণে। চাতুরী জানে যত, মেঘেতে বিজলী মত,উঁকি […]

আমার বন্ধু যে এল না মনের দুঃখ গেল না
সহেনা সহেনা দুঃখ পরাণে।

মনে করি আশা পাব ভালবাসা,
প্রাণ সঁপিলাম তাঁরি চরণে।
কুলেতে দিয়া কালি, মাথায় কলঙ্কের ডালি
দু’হাতে তুলিয়া নিলাম বন্ধুর কারণে।

মিমের ঘোমটা দিয়া বদন ঢাকিয়া,
আসা যাওয়া করে বন্ধু গোপনে
অধরে মধুর হাসি, নাম ধরিয়া বাজায় বাঁশী,
বিনা মূলে কিনা দাসী হইলাম চরণে।

চাতুরী জানে যত, মেঘেতে বিজলী মত,
উঁকি দিয়া চইলে যায় ধরি কেমনে।
রমেশ কয় যার এস্কের জোর সে ধরিবে মন চোর,
অধরা ধরিতে নয় পারে কয় জনে।

রচয়িতা: কবিয়াল রমেশ শীল

সহেনা সহেনা দুঃখ পরাণে