পরাণ কাঁদে তোমারি লাগিয়ারে বন্ধু
(বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি,
কার কিবা অনিষ্ট করি,
পাড়া বৈরি হল কি লাগিয়া ।
মন্দ বলে জ্ঞাতিগণে
সেই কথা কার কানে শুনে,
প্রিয়া বিনে ফাটে মম হিয়া ।
(বন্ধুরে) বুক ভেসে যায় নয়ন জলে,
দুরন্ত নিন্দুকের দলে
মন্দ বলে আমারে দেখিয়া ।
কারো পাকা ধানে দিই নাই মই,
তবু আমার কথা লই,
মুখ পোড়ারা মরে কি লাগিয়া ।।
(বন্ধুরে) তোমার অদর্শনে
প্রাণে ধৈরজ নাহিক মানে
নিশি কাটাই কাঁদিয়া কাঁদিয়া।।
পাগল করিয়া মোরে,
আছ তুমি পর্দার আড়ে,
পাষাণে বেঁধেছ নাকি হিয়া।।
(বন্ধুরে) ১৩৪৩ বাংলা,
২২শে চৈত্র ভোরের বেলা,
ফাঁকি দিলা নিদয় হইয়া।।
রমেশ কয় মনে ভাবি,
তোমার মোহন ছবি,
হৃদি পটে রেখেছি আঁকিয়া