ওরে বাবা মাইজভাণ্ডারী
ভবসাগরে ভাঙ্গা তরী
তুমি বিনে বল কে করিবে পার
বাবা তুমি বিনে কে করিবে পার ॥
উঠিল ভীষণ তুফান উথাল সাগর
ঢেউ দেখিয়া পরান আমার কাঁপে থর থর
নাই মাঝি নাই দাড়ি
একা আমি কাইন্দা মরি
তুমি বিনে বল কে করিবে পার ॥
অসহায়ের সহায় তুমি দুর্বলের বল
কুল পাইতে তুমি ছাড়া নাই কোন সম্বল
সারাটি দুনিয়া জুড়ি
বলে তোমায় হক ভাণ্ডারী
তুমি বিনে বল কে করিবে পার ॥
দয়ার দৃষ্টি কর বাবা দাসেরে একবার
তুমি দয়া না করিলে কে করিবে আর
গফুর হালীর আহাজারি
শোন বাবা দয়া করি
তুমি বিনে বল কে করিবে পার ॥