নৈরাশ করনা বাবা ভাণ্ডারী

আমায় নৈরাশ করনা বাবা ভাণ্ডারীত্বরিবারে ধরিয়াছি চরণতরী ॥ ভবসিন্ধু ত্বরিবারে চরণতরী লক্ষ্য করেরহমান রহিম নামে, দিয়াছি পাড়ী ॥ দয়ার সাগর তুমি, রহমতের খনি তুমিনিজ গুনে লওনা দাসে উদ্ধারী ॥ অসাধ্য সাধন করে, আছ তুমি শান্তি পুরেনিজ গুণে পার করিয়া হও কাণ্ডারী ॥ সাহাপুরীর হৃদ মাঝারে, এস বাবা দয়া করেনয়ন ভরিয়া যেন দেখিতে পারি ॥ লেখকঃ […]

আমায় নৈরাশ করনা বাবা ভাণ্ডারী
ত্বরিবারে ধরিয়াছি চরণতরী ॥

ভবসিন্ধু ত্বরিবারে চরণতরী লক্ষ্য করে
রহমান রহিম নামে, দিয়াছি পাড়ী ॥

দয়ার সাগর তুমি, রহমতের খনি তুমি
নিজ গুনে লওনা দাসে উদ্ধারী ॥

অসাধ্য সাধন করে, আছ তুমি শান্তি পুরে
নিজ গুণে পার করিয়া হও কাণ্ডারী ॥

সাহাপুরীর হৃদ মাঝারে, এস বাবা দয়া করে
নয়ন ভরিয়া যেন দেখিতে পারি ॥

লেখকঃ কাজী মোছাহেব উদ্দীন সাহাপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


নৈরাশ করনা বাবা ভাণ্ডারী