আমায় নৈরাশ করনা বাবা ভাণ্ডারী
ত্বরিবারে ধরিয়াছি চরণতরী ॥
ভবসিন্ধু ত্বরিবারে চরণতরী লক্ষ্য করে
রহমান রহিম নামে, দিয়াছি পাড়ী ॥
দয়ার সাগর তুমি, রহমতের খনি তুমি
নিজ গুনে লওনা দাসে উদ্ধারী ॥
অসাধ্য সাধন করে, আছ তুমি শান্তি পুরে
নিজ গুণে পার করিয়া হও কাণ্ডারী ॥
সাহাপুরীর হৃদ মাঝারে, এস বাবা দয়া করে
নয়ন ভরিয়া যেন দেখিতে পারি ॥