(প্রিয়ে) নিশি শেষে একবার এসে প্রেম খেল মোর কুঞ্জবনে,
দুঃখী প্রাণে বৃন্দাবনে, প্রেম খেলিব কাহার সনে ।
তুলিব কুসুম কলি দলাদলি তুমি আমি দুই জনে,
গাঁথিয়ে বেল ফুলের মালা দিব গলা দেখব ভরি দুনয়নে।
শ্রবণে বসন্ত রীত, গাইব গীত শুনবে পতি সুখ শ্রবণে,
হইব নিদ্রাগত মনের মত, দাস হাদীর হৃদাসনে ।