মওলার মধুর নামে দিল দিওয়ানা

হর দম ভজিব আমি মাওলার ভজনামওলার মধুর নামে, দিল দিওয়ানা ॥ আর্শে মাওলার নূর, তাঁর অঙ্গে ভরপুরনূরী আর্শে বসে আছেন, নূরী মাওলানা ॥ নামে রহমান, তুমি নুরে রহমানইউছুফ আলাইহে ওয়াসাল্লাম, রূপে মাওলানা করে অনেক খোঁজ, মনে মানিয়াছে বুঝতোমার রাঙ্গা চরণ তলে, মিলবে ঠিকানা ॥ মিলনের দিন, ওগো করিয়াছি চিনতৌহিদের কাণ্ডারী, তুমি বাবা মাওলানা ॥

হর দম ভজিব আমি মাওলার ভজনা
মওলার মধুর নামে, দিল দিওয়ানা ॥

আর্শে মাওলার নূর, তাঁর অঙ্গে ভরপুর
নূরী আর্শে বসে আছেন, নূরী মাওলানা ॥

নামে রহমান, তুমি নুরে রহমান
ইউছুফ আলাইহে ওয়াসাল্লাম, রূপে মাওলানা

করে অনেক খোঁজ, মনে মানিয়াছে বুঝ
তোমার রাঙ্গা চরণ তলে, মিলবে ঠিকানা ॥

মিলনের দিন, ওগো করিয়াছি চিন
তৌহিদের কাণ্ডারী, তুমি বাবা মাওলানা ॥

লেখক: মোহাম্মদ নছিম

মওলার মধুর নামে দিল দিওয়ানা