ভাণ্ডারীর মহিমা অপার ভাণ্ডারীর মহিমা অপার
দোজাহানের মালিক বাবা মাওলা মাইজভাণ্ডার
প্রেম শিক্ষা দিতে এলে, গাওছুল আজম নাম ধরিলে,
শেষ জমানায় উদয় হল প্রেমের অবতার ॥
সর্ববাঞ্ছা পূর্ণ করে, দৃষ্টি মাত্র বুঝতে পারে,
রূহানীতে কার্য্য সারে মহিমা বাবার ॥
তাঁর ভাবেতে বেখোদ হলে, তাঁর ভাবেতে প্রাণ সঁপিলে
আওলিয়ার দপ্তরে নাম উঠিবে তাহার ॥
বিবেক বলে হাসি হাসি রমেশ কেন তুই রইলি বসি
চলনা একবার দেখে আসি আওলিয়ার দরবার ॥