কলির পাপী উদ্ধারিতে

কলির পাপী উদ্ধারিতে মোহাম্মদ কাণ্ডারিরে।তান কাজের মূলাধার গাউছে মাইজভাণ্ডারীরে।। পয়গাম্বরী শেষ হইল-এমামগণ চলি গেল ।তের ছিদ্দি পরে এমাম মেহেদি আখেরীরে ।। মা বাপের নাম তান-আবদুল্লা আমেনা জান।আওলিয়াগণ হবে তান-শুধু কাজ কারবারিরে।। যদি চাহ সৈন্য হৈতে তান সৈন্য গন্য হইতে।প্রধান সেনাপতি তান গাউছে মাইজভাণ্ডারীরে।। দজ্জালের সেনাপতি দুনিয়ার অধিপতি ।তার সৈন্য হবে যেবা ধুকাবাজ মক্কারীরে ।। এলমের […]

কলির পাপী উদ্ধারিতে মোহাম্মদ কাণ্ডারিরে।
তান কাজের মূলাধার গাউছে মাইজভাণ্ডারীরে।।

পয়গাম্বরী শেষ হইল-এমামগণ চলি গেল ।
তের ছিদ্দি পরে এমাম মেহেদি আখেরীরে ।।

মা বাপের নাম তান-আবদুল্লা আমেনা জান।
আওলিয়াগণ হবে তান-শুধু কাজ কারবারিরে।।

যদি চাহ সৈন্য হৈতে তান সৈন্য গন্য হইতে।
প্রধান সেনাপতি তান গাউছে মাইজভাণ্ডারীরে।।

দজ্জালের সেনাপতি দুনিয়ার অধিপতি ।
তার সৈন্য হবে যেবা ধুকাবাজ মক্কারীরে ।।

এলমের আলেমগণে মেহদী আইন নাহি জানে।
তাই সে আওলিয়াসনে হল হিংসা কারিরে।।

মকবুল সে কি জানিবে খোদা কারে কোথা নিবে।
নিজ মনে দেখ কর, কার তাবেদারিরে।।

লেখক: আব্দুল গণি কাঞ্চনপুরী (মকবুল)

কলির পাপী উদ্ধারিতে