ফুটেছে সুপ্রেম ফুল

ফুটেছে সুপ্রেম ফুল, প্রেম বাগানে।সৌরভে ধীর সমীরে, মোহে ভুবনে ॥ মধু ভেসে যায় গো ফুলে, অলি এসে দলে দলে।গুণ গুণ রবে গাইয়ে ভ্রম, প্রেম বাগানে ॥ শুনিতে মধুর ধ্বনি, ছট ফট করে প্রাণী।পুনঃ ঘরে কি টিকিতে চাহে পরাণে ॥ প্রিয়া ভাবে মন উদাসী, জ্যোতি বিতরিছে শশী ।ধৈর্য্য ধরা যায় না সখি, বন্ধু বিহনে ॥ সুখে […]

ফুটেছে সুপ্রেম ফুল, প্রেম বাগানে।
সৌরভে ধীর সমীরে, মোহে ভুবনে ॥

মধু ভেসে যায় গো ফুলে, অলি এসে দলে দলে।
গুণ গুণ রবে গাইয়ে ভ্রম, প্রেম বাগানে ॥

শুনিতে মধুর ধ্বনি, ছট ফট করে প্রাণী।
পুনঃ ঘরে কি টিকিতে চাহে পরাণে ॥

প্রিয়া ভাবে মন উদাসী, জ্যোতি বিতরিছে শশী ।
ধৈর্য্য ধরা যায় না সখি, বন্ধু বিহনে ॥

সুখে যামিনী যায়, বাহার হইছে প্রায়।
সখীগণ এস চল, ভ্রমি বাগানে ॥

মাইজভাণ্ডারী ফুল বাগানে, ফুটছে ফুল অতি শানে।
না দর্শিলে সে ফুলে কি সুখী হয় প্রাণে ॥

মক্‌বুল অজ্ঞানে বলে, যে পেল মধু সে ফুলে।
দুই কুল সাফল্য তার সে মধু পানে ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

ফুটেছে সুপ্রেম ফুল