এসো আমার কুঞ্জবনে

এসো আমার কুঞ্জবনে, প্রাণ ভ্রমর মাইজভান্ডারীতোমার জন্য রাখিয়াছি, দিল্ কমলে মধু ভরি ॥ মধু ভরে দিল কমল, অহরহ টমল ।প্রাণ ভ্রমর কোথা গেল, যায় কমলে মধু ঝরি ॥ জীবন চলি যায়গো মোর, শীঘ্র এস প্রাণ ভ্রমর ।মধু খাও মনের মত, আর কভু যেয়োনা ছাড়ি ॥ জন্মাবধি মন জুগাইলেম, প্রিয়ার মন না পাইলেমমক্‌বুল বুঝি মনের মত, […]

এসো আমার কুঞ্জবনে, প্রাণ ভ্রমর মাইজভান্ডারী
তোমার জন্য রাখিয়াছি, দিল্ কমলে মধু ভরি ॥

মধু ভরে দিল কমল, অহরহ টমল ।
প্রাণ ভ্রমর কোথা গেল, যায় কমলে মধু ঝরি ॥

জীবন চলি যায়গো মোর, শীঘ্র এস প্রাণ ভ্রমর ।
মধু খাও মনের মত, আর কভু যেয়োনা ছাড়ি ॥

জন্মাবধি মন জুগাইলেম, প্রিয়ার মন না পাইলেম
মক্‌বুল বুঝি মনের মত, হলিনা তুই জন্মাভরি ॥

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

এসো আমার কুঞ্জবনে