দয়াল গুরু মাইজভাণ্ডারী প্রেমের মহাজন

দয়াল গুরু মাইজভাণ্ডারী, প্রেমের মহাজন,তোমার বিরহে আমার কাঁদে দু’নয়ন। মীমের বাহানা ধরে, নানান রঙের পোশাক পরে,দাসগণের প্রাণ হরে, দাও কত জ্বালাতন ॥ তুমি মাওলা, তুমি বাবা, তুমি দাসের কেবলা-কাবা,তুমি বিনে কে-বা আছে রসিক সুজন ॥ হীন ইউসুফ কেঁদে বলে, মাইজভাণ্ডারীর চরণ তলে,পাব বলে নিদান কালে ভরসা দুই চরণ ॥ লেখক: ইউসুফ

দয়াল গুরু মাইজভাণ্ডারী, প্রেমের মহাজন,
তোমার বিরহে আমার কাঁদে দু’নয়ন।

মীমের বাহানা ধরে, নানান রঙের পোশাক পরে,
দাসগণের প্রাণ হরে, দাও কত জ্বালাতন ॥

তুমি মাওলা, তুমি বাবা, তুমি দাসের কেবলা-কাবা,
তুমি বিনে কে-বা আছে রসিক সুজন ॥

হীন ইউসুফ কেঁদে বলে, মাইজভাণ্ডারীর চরণ তলে,
পাব বলে নিদান কালে ভরসা দুই চরণ ॥

লেখক: ইউসুফ

error:

দয়াল গুরু মাইজভাণ্ডারী প্রেমের মহাজন