প্রণমি চরণে, দীন হীন সন্তানে
বিশ্বপতি তুমি পরম দয়াল।
করুণা নয়নে, চাও দীন পানে।
ভক্তি শূন্য আমি অধম ছাওয়াল ॥
চন্দ্র সূ্র্য্য তারা জীব জড় যত,
প্রাণ রূপে তুমি সর্ব ঘটে স্থিত,
তুমি শুদ্ধ সত্য, তুমি মুক্ত নিত্য,
তুমি স্বর্গ মর্ত্ত তুমি সে পাতাল ॥
আমার জ্ঞান বুদ্ধি বল, তুমি সে সম্বল,
তুমি বিনে আমার আর কে আছে বল,
মাতা,পিতা,বন্ধু,ভাই, তুমি বিনে কেহ নাই,
চিরদিন আমি তব দয়ার কাঙ্গাল ॥