দয়াল আমির প্রিয়া

আমার দয়াল আমির প্রিয়াপাগল বানাইলা মুরশিদআমায় দেখা দিয়া রে।প্রাণের মুরশিদ কালাসোনা রে।(ঐ) শুয়েছিলাম নিজ ঘরেনিদ্ৰাতে কষিয়া,স্বপ্নের মাঝে দেখা দিলানিশিতে আসিয়া রে।প্রাণের মুরশিদ কালাসোনা রে।(ঐ) না পাইলাম তারে আমিশেষেতে জাগিয়া,মন আমার ছটফট করেজ্বলে আমার হিয়া রে।প্রাণের মুরশিদ কালাসোনা রে। (ঐ) আর কত কান্দাইবা মোরেদূরে তে থাকিয়া,বৈরাগিনী হইলাম আমিতোমার লাগিয়া রে।প্রাণের মুরশিদ কালাসোনা রে। (ঐ) লেখক : […]

আমার দয়াল আমির প্রিয়া
পাগল বানাইলা মুরশিদ
আমায় দেখা দিয়া রে।
প্রাণের মুরশিদ কালাসোনা রে।(ঐ)

শুয়েছিলাম নিজ ঘরে
নিদ্ৰাতে কষিয়া,
স্বপ্নের মাঝে দেখা দিলা
নিশিতে আসিয়া রে।
প্রাণের মুরশিদ কালাসোনা রে।(ঐ)

না পাইলাম তারে আমি
শেষেতে জাগিয়া,
মন আমার ছটফট করে
জ্বলে আমার হিয়া রে।
প্রাণের মুরশিদ কালাসোনা রে। (ঐ)

আর কত কান্দাইবা মোরে
দূরে তে থাকিয়া,
বৈরাগিনী হইলাম আমি
তোমার লাগিয়া রে।
প্রাণের মুরশিদ কালাসোনা রে। (ঐ)

লেখক : সৈয়দ মঈনুদ্দিন আমিরী

error:

দয়াল আমির প্রিয়া