চল যাই চল যাই চল যাইরে

চল যাই চল যাই চল যাইরে।ছেতার বেহালা বাজাই চল যাইরে ॥ চল যাই চল যাই চল যাইরে।বাবার জয় ঢোল্‌ বাজাই চল যাইরে ॥ চল যাই চল যাই চল যাইরে।গাওচ ধনের ফুল বাগানে চল যাইরে ॥ নুরের গোলজার সতত বাহার ।নুরী ফুল ফুটছে চল দেখি আইরে ॥ ফুটছে নুরী ফুল, জুটছে অলি কুলগুন গুন রবে সে […]

চল যাই চল যাই চল যাইরে।
ছেতার বেহালা বাজাই চল যাইরে ॥

চল যাই চল যাই চল যাইরে।
বাবার জয় ঢোল্‌ বাজাই চল যাইরে ॥

চল যাই চল যাই চল যাইরে।
গাওচ ধনের ফুল বাগানে চল যাইরে ॥

নুরের গোলজার সতত বাহার ।
নুরী ফুল ফুটছে চল দেখি আইরে ॥

ফুটছে নুরী ফুল, জুটছে অলি কুল
গুন গুন রবে সে বাগানে বেড়ায় রে ॥

আমরা সব দলাদলী, চল সে বাগানে চলি।
রঙ্গরূপ ঘ্রাণে মোহ, হৈয়ে যাইরে ॥

মকবুল অজ্ঞান, চল সে বাগান ।
সেই ফুল বিনে মধু কোথা নাইরে ॥

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


চল যাই চল যাই চল যাইরে